Helocopter Eela_ Review



হেলিকপ্টার ইলা মুভিটা দেখার সময় আমার মনে হচ্ছিলো যে আমি যেন Sons and Lovers বই টার একটা মুভি ভার্সন দেখছি সেখানে ছেলের প্রেমিকাকে নিয়েও সমস্যা ছিলো মা এর, এখানে একটু একটু সেটা নেই তবে ছবি আরো চললে যে সেটাও থাকতো না সেটা কে জানেন কাজল এর ভক্ত যারা তাদের জন্য এটা অন্যতম সেরা একটা ছবি হতে পারে, বলতে গেলে এন্টারটেইনমেন্ট এ ভরা মজার ব্যাপার হচ্ছে কাজল তার স্বভারচরিত কমেডিয়ান ভাবটা এখানে ধরে রেখেছেন বা ধরে রাখার চেস্টা করেছেন আর একজন সফল নায়িকা হিসেবে এটা তার জন্য খুব কঠিন কিছুই না

একজন টিপিকাল মা এর মতো এলা/ ইলা তার সকল চিন্তা ভাবনা ধ্যান ধারনা ছেলে কে মানুষ করার পিছনেই দিয়ে রেখেছে। তবে যতটুকু ছবিতে দেখানো হয়েছে সেটা বর্তমানের সাথে কিছুটা মানানসই নয়। একজন একক মা বা সিঙ্গেল মাদার হবার পিছনে যে কারন মানে টোটা রায় এর ফ্যামিলি ছেড়ে চলে যাওয়া, কাজল এর ক্যারিয়ার বিসর্জন দিয়ে দেয়া এটা বর্ত্মানের আমার কাছে বেশ হাস্যকর মনে হয়েছে, যদিওবা এমন মানুষ এর সংখ্যা আমাদের সমাজে অনেক রয়েছে। ছেলের জগতের মাঝে ঢুকতে যাওয়া আর সেখানে ঢুকতে না পেরে বা ঢুকার অযথা ট্রাই করে মা ছেলের যে একটা দ্বন্দ্ব হয়ে যায় সেটার ছবিটা ভাল করেই দেখানো হয়েছে। এক্ষেত্রে গান এর মাঝে সেই কাহিনীটা দেখানো বেশ মজা লেগেছে। কাজল এর ছেলের সাথে কলেজে ভর্তি হয়ে যাওয়া একটা ইন্টারেস্টিং ম্যটার অবসশ্যি।

ছবির ২য় ভাগ এর দিকে ডিরেক্টর প্রদিপ সরকার সবসময়েই চেয়েছেন মেইন ক্যারেক্টার কাজল কে স্ক্রিনের সামনে রাখতে, যেটা টে তিনি পুরোপুরি সফল হন নাই ছবির গল্পের তাগিদে। শেস এর দিকে যেন সেই পুরাতন বলিউডি কাহিনী... কলেজের অনুষ্ঠান এ মা গা গাইবে, সবাই বাহবা দিবে, মা এর সাথে ছেলের খুব গভীর রিলেশন হয়ে যাবে। এন্টি ক্লাইম্যাক্স গুলো সবসময় কেন যেন এক রকমই হয়ে যায়। না দেখলেও বুঝা যায় যে এর পরে কি হবে।

শেষ এ এটা বলা যায় যে হেলিকপ্টার এলা একটা হাসির বিমান রাইড  যেটা এন্টারটেইনমেন্ট লাভার দের জন্য সফলভাবেই রানওয়েতে ল্যান্ড করতে সক্ষম হয়েছে। কিছুটা হাসি মার্কা সময় কাটানোর জন্য মা ছেলের এই কাহিনী





Comments

Popular posts from this blog

🕌 ঈদের ছুটিতে মালদ্বীপ: মাফুশির শান্তি, সান সিয়াম ওলহুভেলির বিলাসিতা, হুলহুমালের সৌন্দর্য আর সাগরের বুক থেকে ফিরে আসা এক গল্প

সন্তানের প্রতি নিয়ন্ত্রণের সীমারেখা ও যৌনশিক্ষা

Is Work My Identity, or Just What I Do?