কলকাতায় এখন চলছে অভাবনীয় সুন্দর ছবির ঢেউ। এরই ধারাবাহিকতায় এই ছবিটা। IMDB Rating 7.1. একটা টিন বয়সী ছেলের ইন্টারনেটের সোশ্যাল দুনিয়ার ট্র্যাপ, পর্ণগ্রাফি এর ছোবলে ডুবে থাকা, ইডিপাস কম্পলেক্স টাইপ আর সেখানে থেকে রিডেমপশন। সেক্স এডুকেশন সবার দরকার ছোট বেলা থেকেই। সমাজ দ্রুত বুঝলেই ভাল। ঋতব্রত দারুন অভিনয় করেছে। অভিনন্দন কৌশিক কর।
🕌 ঈদের ছুটিতে মালদ্বীপ: মাফুশির শান্তি, সান সিয়াম ওলহুভেলির বিলাসিতা, হুলহুমালের সৌন্দর্য আর সাগরের বুক থেকে ফিরে আসা এক গল্প
✈️ ভ্রমণ: ঢাকা – মালদ্বীপ | 🗓️ সময়কাল: ২০২৫ সালের ঈদুল ফিতরের ছুটি 🌅 প্রথম দর্শনে প্রেম – মালের আকাশে নেমেই চোখ জুড়ানো নীল প্লেনের জানালায় মুখ রেখে যখন আমি নিচের দিকে তাকালাম , তখন কেবল একটা কথাই মনে হচ্ছিল— " এটাই কি স্বর্গ ?" সাগরের মাঝে ছোট ছোট সবুজ দ্বীপ , চারপাশে কাচের মতো স্বচ্ছ পানি। এই প্রথম মালদ্বীপ , এই প্রথম ঈদের ছুটি মালদ্বীপে কাটানোর এমন রোমাঞ্চকর সিদ্ধান্ত । মালে এয়ারপোর্টে তেমন কোন ঝামেলা বা ভেজাল নেই, ইমিগ্রেশনে প্যারা নাই, খুব দ্রুত লাগেজ চলে এলো। খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের মাফুশি যাবার স্পিডবোট শিডিউল থাকার কারনে এয়ারপোর্ট অতো ঘুরে দেখার সময় পেলাম না। দৌড় দিলাম জেটির দিকে যেখানে আগে থেকেই প্রাচুর্য হলিডে এর মাধ্যমে আমরা আইকম ট্যুরের স্পিডবোটের টিকেট কিনে রেখেছিলাম- এয়ারপোর্ট টু মাফুশি রিটার্ণ টিকেট ৩০ ডলার/ পারসন। For Videos: Rashed's Visit to Maldives 🌴 Maafushi: মাটির কাছাকাছি , স্বপ্নের মতো একটা দ্বীপ নীল জল দেখতে দেখতে খুব দ্রুতই মাফুশি পৌছে গিয়েছিলাম। মাফুশি মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় লোকাল আইল্যান্ড। মালেতে যেমন রোদ ...
Comments
Post a Comment